প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) বিকেলে উপজেলার বন্দরনগরী টেকেরহাটের তালুকদার ডিজিটাল প্লাজায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব আওয়াল ফকিরের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান সোহেল।এসময় উপস্থিত ছিলেন বিএমএসএফ এর রাজৈর উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত, দৈনিক গণকন্ঠের সাংবাদিক সোহেল শিকদার, ইনকিলাব পত্রিকার প্রতিনিধি সোবায়েল খন্দকার,স্বাধীন সংবাদের রাজৈর প্রতিনিধি রাকিবুল হাসান বাবুল, দৈনিক চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি সংবাদ সাংবাদিক মোঃ আলী শেখ, বিশ্লেষণ মিডিয়ার প্রতিনিধি আল মামুন, আমার প্রানের বাংলাদেশ প্রতিনিধি সাদিয়া সাদি, সাংবাদিক আরিফুজ্জামান টিপু, সাংবাদিক বিপুল কুমার দাস এশিয়ান টিভি, সাংবাদিক সবুজ বালা সম্পাদক আলোকিত জনপদ ,সাংবাদিক আবুল হাসান সহ সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন