প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন সভাপতি নরেন চন্দ্র পাহান সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ও সাংগঠনিক সম্পাদক হেমব্রম নির্বাচিত

নওগাঁ জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন সভাপতি নরেন চন্দ্র পাহান সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ও সাংগঠনিক সম্পাদক হেমব্রম নির্বাচিত   জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৫ম সম্মেলন ও সমাবেশ আজ শুক্রবার বিকাল ৩টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে রবীন্দ্রনাথ সরেন সভাপতি, নরেন চন্দ্র পাহান সাধারণ সম্পাদক ও সূভাষ চন্দ্র হেমব্রমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের পূর্বে বর্ণাঢ্য র্যালি নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। সম্মেলনের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা যোসেফ হাঁসদা। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফারহা তানজিম তিতিল, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কী, রংপুর জেলা সভাপতি বিমল খালকো, গাইবান্ধা জেলা সভাপতি ডা: ফিলিমন বাস্কে, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস, নাটোর জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) রঘুনাথ এক্কা, নওগাঁ জেলার সদস্য সচিব মার্টিন মূর্মূ, বগুড়া জেলার সহ-সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, প্রয়াত সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সহধর্মিণী মালতী মুন্ডা, আদিবাসী নারী পরিষদের সভানেত্রী বাসন্তী মূর্মূ , আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান প্রমূখ। সম্মেলনে বক্তারা, আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলেরআদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। জাতীয়আদিবাসী পরিষদকে বিভক্তের ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান জানান নেতৃবৃন্দ। উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন