প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জ উপজেলা ( বি,এন,পি) পাঁচ বিশিষ্ঠ একটি কমিটি গঠন

মোঃ শামীম মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার  একটি কাউন্সিলের মাধ্যমে ৫ বিশিষ্ঠ  কমিটি গঠন হয়। এতে নব নির্বাচিত হন। দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি, এবং  কেন্দ্রীয় বি,এন,পির  কোষাধক্ষ অভিনন্দন নেতা জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেব। সিনিয়র সহ-সভাপতি  বাবু শ্যামল চন্দ।  সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সাদা। যুগ্ন সাধারন সম্পাদক এ.কে.এম.মুছা। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ হাবিব পলিন। উক্ত কমিটির মধ্যে মাসুদ হাবিব পলিন সাহেব  তিনি জনগনের কাছে  ধানের শীষে ভোট চেয়ে এবং আংশিক কমিটির কার্যক্রম সম্পর্কে বলেন।জনাব মাসুদ হাবীব পলিন দেওয়ানগঞ্জ এর একজন সফল ঠিকাদার ব্যবসায়ী। একই সাথে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l বিগত ১২ ই অক্টোবর ২০২৪ তারিখে জামালপুর-১ আসনের সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত স্বাক্ষরিত দেওয়ানগঞ্জস্থ এবং ঢাকাস্থ সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটি পুনর্গঠিত করলে দেওয়ানগঞ্জ সমন্বয় কমিটিতে স্থান পান জনাব মাসুদ হাবীব পলিন। এছাড়া আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের একজন শক্তিশালী মেয়র প্রার্থী হিসেবে জনাব মাসুদ হাবিব পলিন এর নাম

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন