প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে মাদক সেবনের সময় যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড

মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল (৪০)। এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, নুহু মিয়াকে ৩ মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সময়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন