প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে বিএনপির পৃথক অনশন কর্মসূচি পালন

জয়পুরহাটে বিএনপির পৃথক অনশন কর্মসূচি পালন
 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জয়পুরহাটে জেলা বিএনপির আয়োজনে পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করেছে। বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির রেলগেটে দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালন করা হয়। অপরদিকে চিনিকল রোডে ফায়ার সার্ভিসের সামনে অনশন করেন বিএনপি নেতা কর্মীরা। এসময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ও জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র বক্তব্য রাখেন। অপরদিকে একই সময়ে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ১৪ অক্টোবর ২০২৩ ইং জয়পুরহাট।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন