প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২৫) গ্রান্ড প্রিন্স হোটেলে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়। তাই সকল সাংবাদিকের ঐক্য থাকা প্রয়োজন।এসময় তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে আরো বলেন সাংবাদিকরা যেন সাংবাদিকদের বিরুদ্ধেই সাংবাদিকতা না করে। এতে সাংবাদিকতা পেশায় আরো ঝুঁকি বাড়বে। প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আলী বলেন – ১৬ বছর পর আমরা স্বাধীন গণমাধ্যম পেয়েছি। সাংবাদিকরা এতদিন নিরপেক্ষভাবে কথা বলতে পারেনি। সাংবাদিকরা এখন স্বাধীনতা পেয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান  সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনার প্রসঙ্গে সাংবাদিকদের নির্যাতনের কথা উল্লেখ করেন সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম। তার বক্তব্যে তিনি বলেন একটি মহল সাংবাদিকদের দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য সব সময় চেষ্টা করে, আর সফল না হলেই নানা ট্যাগ লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি জামায়াতের ট্যাগ এবং বর্তমানে আওয়ামী ট্যাগ লাগিয়ে স্বাধীন গণমাধ্যমকে হরণ করছে একটি মহল। তাই তাদের সতর্ক এবং সাংবাদিকদের ঐক্য হওয়ার কোথাও জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অর্থ সম্পাদক নজরুল ইসলাম, এস এম জীবন,এস এম আফজাল হোসেন সহ মিরপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন