প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীর সৈয়দপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে পুলিশ সোপর্দ

মোঃ শাহিন মিয়া, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নুর আমিন (৩৫) নামের এক ব্যাক্তি কে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর উপজেলার হাওলাদার পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নুর আলম পেশায় একজন রিকশাচালক, তিনি হাওলাদার পাড়ায় ভাড়া বাসায় থেকে রিকশা চালান। অভিযুক্ত নুর আমিন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাড়াশাইল গ্রামের আকবর আলীর ছেলে । মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ৬ বছরের ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির পরিবার শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশিদের জানালে সন্দেহজনক ভাবে নুর আমিনের বাসায় খুঁজতে গিয়ে শিশুটিকে তারা দেখতে পায়। এ সময় অভিযুক্ত নুর আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যাক্তির বিরুদ্ধে অপহরণ করে ধর্ষনের চেষ্টার মামলার প্রস্তুতি চলছে। শিশুটির বাবা নিজেই মামলার বাদী হয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন