মোঃ মেহেদী হাসানঃ এসো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি অর্থ আমাদের লক্ষ্য নয় সেবায় আমাদের লক্ষ্য এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ময়মনসিংহ জেলা, ভালুকা উপজেলায় সাঘাটা উন্নয়ন সংস্থার পক্ষে থেকে খন্দকার বাড়ি রওজাতুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানাআল কোরআন শরিফ বিতরণ।উক্ত বিতরণে SUS প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো:ফাহমিদুল ইসলাম মোল্লা রানা এর সভাপতিত্বে বিতরণ কালে প্রধান অথিতী, উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা জনাব মাছুদ রানা,বিশেষ অথিতী,মুহতামিম: হাফেজ : মাওলানা :মুফতি মাহমুদুল হাসান,মো:মজিবুর রাহমান খন্দকার,সাঘাটা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক রবি ইসলাম, ময়মনসিংহ জেলার কার্যনিবাহী সেচ্ছাসেবক মো:মোশারফ হোসেন,নেত্রোকোনা জেলার সিনিয়র সেচ্ছাসেবক মো:সরিফ হোসেন ,বগুড়া জেলার রক্ত বিষয়ক সম্পাদক মো:জয়লুন আবেদিন সহ আরো অনেকেই।