প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সাঘাটায় চাকুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ 

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার চাকুলী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গর্ভবতী নারী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি নারীকে মারধর ও শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী হামেদ আলী (৭০) অভিযোগে জানান, আসামিরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ সকাল ৭:৩০ মিনিটের দিকে পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও দাহ্য পদার্থ নিয়ে তার বাড়িতে হামলা চালায়।হামলাকারীরা তার বসতবাড়ির টিনের বেড়ায় ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে। এরপর তার গোয়ালঘর ও খড়ের পালায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।এসময় তার পুত্রবধূ মোছাঃ পাপিয়া বেগম বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে এক আসামি ধারালো ছোরা দিয়ে তার মাথায় আঘাত করে, অন্য একজন তার পরিহিত কাপড় টেনে শ্লীলতাহানি ঘটায়। এছাড়া, গর্ভবতী হওয়া সত্ত্বেও তার তলপেটে লাথি মারা হয়, ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।এ ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহত পাপিয়া বেগমকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ভুক্তভোগীর পরিবার থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।এ ঘটনায় চাকুলী গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ মোখলেছুর রহমান ও মোঃ আনিছুর রহমানসহ একাধিক প্রত্যক্ষদর্শী হামলার ঘটনা দেখেছেন বলে জানিয়েছেন।এ বিষয়ে ভুক্তভোগী সাঘাটা থানায় এজাহার দায়ের করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন