প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর ফাইল খেলা অনুষ্ঠিত। ২০২৩ এর ১৬ দলীয় ফুটবল খেলার ফাইল খেলা ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৪ টায় শান্তি নগর আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব বিদ্যার বহন বনাম নিছা এফ সি স্পোর্টস একাদশ অপরের মুখোমুখি হয়। খেলায় ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব বিদ্যার বহন ৬-০ গোলে নিশা এফ সিকে হারিয়ে বিজয়ী হন। বিজয়ী দলের অধিনায়ক বলেন ভালো খেলা হয়েছে। তাই বলতে চাই ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছি সত্যিই খুব আনন্দ লাগছে। বুড়ির ডাবুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য এলাকাবাসীর এই আয়োজন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। এতে যুবকরা সুস্থ ও সবল মানুষ হয়ে গড়ে উঠবে। দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকার ছেলেরা সত্যি খুবই ভালো খেলে। তাদের খেলার প্রশংস্যা করতে হয়। তাই আমি তাদের আরো ভালো খেলার জন্য ৪ টা বল দিবো।তিনি আরো বলেন এভাবেই ভালো প্লেয়ার তৈরি হয়ে থাকে। সাথে সাথে তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী দিনে আরো ভালো খেলা দেখার জন্য মাঠে আসার জন্য আহবান জানান। খেলায় উপস্থিত ছিলেন শান্তি নগর আবাসিক এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ নাসির হাওলাদার, আব্দুল মোমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন