প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) গোবিন্দগঞ্জ মায়ামনি মোড়ে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। একইসঙ্গে, ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা দিনরাত টহল দেবে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করবে। যানজট কমাতে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টারদের সঙ্গে আলোচনা করেছেন পুলিশ সুপার। এসব টহল দল দিনরাত মহাসড়কে পাহারা দেবে, অপরাধ প্রতিরোধ করবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, রাত্রিবেলা ঢাকাগামী যানবাহনে ভিডিও নজরদারির কার্যক্রম চালু থাকবে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যানজট নিরসনের জন্য গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করছেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, যাত্রীরা যেন যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন, সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন