প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী উপজেলা যুবদলের একযোগে ৭২টি ওয়ার্ডে ইফতার আয়োজন

মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পবিত্র রমজান উপলক্ষে তারা একযোগে উপজেলার সকল ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে একসঙ্গে ইফতার আয়োজন করেছে। এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু। তাদের সার্বিক তত্ত্বাবধানে একযোগে সকল ওয়ার্ডে ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় যুবদল নেতাকর্মীরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং পবিত্র রমজানের সৌন্দর্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং একসঙ্গে ইফতার করেন। উপজেলা যুবদলের নেতারা বলেন, “এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি, আর এই ইফতার আয়োজন তারই অংশ।” স্থানীয়ভাবে এ আয়োজনকে প্রশংসার চোখে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে যুবদলের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন