প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএম তরিকুল ইসলাম: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, উপজেলার ব্রাহ্মণ কান্দা আব্দুল শরীফ একাডেমির মাঠে শত শত নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু -যুগ্ন আহবায়ক ফরিদপুর জেলা বিএনপি,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন -জনাব মনজুর আহমেদ কুদ্দুস-সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক মানিকদাহ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন -বিএনপি নেতা মোহাম্মদ বাবুল মাতব্বর, আলামিন হোসেন পলাশ, মোহাম্মদ নুর আলম হাসান ও মোহাম্মদ শাহেদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন -শেখ হাসিনা পতনের পরে ছাত্ররা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, বিএনপির সকল নেতাকর্মী কে ছাত্রদের মতো সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করেছে, হাসিনা ফেরাউনের জাত দেশকে নানা চক্রান্তর দিকে ফেলে দিচ্ছে তাই গুজবে কান না দিয়ে যাচাই করতে হবে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা , পরিশেষে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন