প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখার মানববন্ধন

মাটি ,মামুন রংপুর: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন,ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ ছাত্র দল মানববন্ধন করেন। ১০ মার্চ সোমবার রংপুর নগরীর মেডিকেল মোড়ে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ডা.মো হাসান আলী সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদল, প্রাইম মেডিকেল কলেজছাত্রদল কমিউনিটি ডেন্টাল কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ধর্ষকদের বিচার কার্যক্রম না হয় তবে রংপুর থেকে সারা বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন