প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত আহত ৩

সিরাজুল ইসলাম , স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের তাড়াশে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুল সামাদ মন্ডল নিহত হয়েছে, আহত ৩ জন। রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে। নিহত চালকের নাম আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার তালম ইউনিয়নের নামোসিলোট গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত আব্দুস সামাদ মন্ডলকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন