প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

আছিয়া ধর্ষণের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও মিছিল

মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ,অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে পলাশবাড়ী সরকারি কলেজ,ছাত্রছাত্রী কল্যান পরিষদ, ও সাধারন ছাত্রছাত্রীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১০ মার্চ সোমবার সকালে পৃথক তিনটি ছাত্র সংগঠন ব্যানারে পৃথক ভাবে মানববন্ধন,বিক্ষোভ,প্রতিবাদ মিছিল ও অবস্থন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ মাঠে মানববন্ধনে পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ন আহ্বায়ক শাজাহান সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা,পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোছাঃ আশা মনি,সাধারণ সম্পাদক রুপা আক্তার,বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সিঃ সহ সভাপতি মোছাঃ তানিয়া আক্তার, ছাত্র নেতা রায়হান সহ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতৃবৃন্দ। অপর দিকে পলাশবাড়ী সাধারন শিক্ষার্থীবৃন্ধের ও পলাশবাড়ী ছাত্রছাত্রী কল্যান পরিষদ ব্যানারে যৌথ ভাবে উপজেলা রাব্বীর মোড় এ মানববন্ধন শেষে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ও চৌমাথায় অবস্থান কর্মসূচী পালন শেষে বক্তব্য রাখেন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ ও আন্তর্জাতিক মানবাধিকার হিট ফাউন্ডেশন উপজেলা সভাপতি সাগর সরকার মিনু,সামিদ, আন্তর্জাতিক মানবাধিকার হিট ফাউন্ডেশন উপজেলা সাধারণ সম্পাদক আকরামুল রায়হান, সুহাদ, আরমান কবির, মানিক, নূর মোহাম্মদ সহ অন্যান্য সাধারন শিক্ষার্থী ভাই ও বোনেরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন