শুভ জন্ম দিন সাজেদুর রহমান (শিপন) শ্রদ্ধা ভাজন প্রিয় বড় ভাই। প্রভাষক, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ। শুভ কামনা সব সময়। পেছনে ফেলে দাও সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, আপনার জন্ম দিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। আজ আমার প্রিয় ভাই প্রেভাষক মোঃ সাজেদুর রহমান শিপন এর শুভ জন্মদিন। হাটি হাটি পা পা করে ৪০টি বছর পেরিয়ে ৪১ বছরে পা রাখায় দৈনিক কলম যোদ্ধা পত্রিকার ও আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলে তারা আমাদের আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন আপনি। আমার কাছে আপনি একজন ভালো বন্ধু। আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটায় আপনি জন্মেছিলেন। আপনার মত ভাল বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি সেজন্য আবারো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটা বছর চলে গেল আপনার জীবন থেকে পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিন নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যান। শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা। শুভেচ্ছান্তে মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ, সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা।