প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহানুল হক পারভেজ , রাজশাহী বিভাগীয় প্রধান : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। তানোর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত সালমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, তানোর উপজেলা জাইকা কর্মকর্তা মুন্না এনজিও কর্মী ইসমত বারী, তানোর সাংবাদিক ক্লাব পরিবার টি.এস.সি পরিবারের সম্মানিত সভাপতি সোহানুল হক পারভেজ সহ বিভিন্ন নারী সংগঠন এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার দিবসটির প্রতিপাদ্য ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’’। নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। প্রেক্ষাপট: ১৮৫৭ সালের আট মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাবেশ করলে অনেক নারী নির্যাতিত ও গ্রেপ্তার হন। ১৯১১ সালের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিল। ১৯৭৫ সালে আট মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর থেকে দিনটি সারাবিশ্বে একই দিনে পালিত হয়ে আসছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন