আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে শনিবার সকাল দশ টার সময় উপজেলা হতে এক শোভাযাত্রা বাহির করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন। এছাড়াও একাডেমিক শিক্ষা অফিসার প্রদীপ কুমার,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দিন,উপজেলা ডাসকো ফাউন্ডেশনের সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ,সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।