প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আত্রাইয়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন

 আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ন‌ওগাঁর আত্রাইয়ে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার (৮মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদে টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ভৌপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমুদ্দিন,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মেসার্স  মারুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন মন্ডল বলেন, আমাদের এই ইউনিয়নে টিসিবি পন্য বিতরণে কোন ধরনের কোন অনিয়ম নেই। কোন পণ্যে ওজনেও কম দেওয়ার কোন সুযোগ নেই। এখানে সকল সময়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার একজন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন তিনি সর্বাধিক সময় আমাদের দিকে নজর রাখছেন। এ সময় প্রত্যেককে ৫কেজি চাল,২কেজি ডাল,২সয়াবিন লিটার তেল,২কেজি ছোলা,১কেজি চিনি ৬৬০ টাকা প্যাকেজে বিক্রয় করা হয়। ভোঁপাড়া ইউনিয়নের মোট ১৩১২টি পরিবারের মাঝে টিসিবির অনুমোদনকৃত ডিলার মেসার্স  মারুফ ট্রেডার্সের মাধ্যমে পন্য বিতরণ করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন