প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নদ-নদী পুনঃখনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি-মেহেরপুর

নিজস্ব প্রতিবেদকঃ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নানের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মূয়ীদুর রহমান। এছাড়াও গণশুনানিতে বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশবিদ এনামুল আজিম, পৌর কলেজের প্রভাষক আলিম উদ্দীন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।গণশুনানিতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজলা নদী, সেউটিয়াসহ অন্যান্য নদ-নদী ও খাল পুনঃখনন এবং সঠিক পানি সম্পদ ব্যবস্থাপনার দাবি জানানো হয়। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন