প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজিউমার রাইটস CRB এর অভিযান

 মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর পাচদোনা বাজারে অভিযান নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও কনজিউমার রাইটস CRB অন্য ০৪/০৩/২০২৫ইং রোজ মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা পাচদোনা বাজারে ভোক্তা অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমাউল হুসনা,নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমান, উপস্থিত ও সহযোগিতায় ছিলেন কনজিউমার রাইটস CRB নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন ভুঁইয়া,সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। উক্ত অভিযান পবিত্র রমজান মাস উপলক্ষে চলমান থাকিবে বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন