প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে পানিতে ডুবে মৃত্যু

সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে পানিতে ডুবে কাজিমুদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানা পুলিশ। এমন মর্মান্তিক পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, উপজেলার কলমা ইউনিয়নের চৈতপুর গ্রামে। নিহত কাজিমুদ্দিন চৈতপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত কাজিমুদ্দিন দীর্ঘদিন ধরে মিগরির অসুখে ভুক ছিলেন। প্রতিদিনের ন্যায় আজকেও বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।  নিহত কাজিমুদ্দিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন