প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুরে ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমিতির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ মার্চ (মঙ্গলবার) সকালে মির্জাপুর উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। তিনি বলেন, নির্দিষ্ট কিছু কর্পোরেট ব্যবসায়ীদের ইশারায় তাদের স্বার্থে আমাদের ভাটা গুলো ভাঙ্গা হচ্ছে, সেটা আমরা জানি। এই অভিযান বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। তিনি আরো বলেন, এই বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের ফসল। কাজেই এই সরকার ইটভাটা মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে আশা করছি। হাজী জাহাঙ্গীর হোসেন জয়নাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মোঃ জুলহাস মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, আলী হোসেন রনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইট ভাটার শ্রমিক-কর্মচারীবৃন্দ। সমাবেশ শেষে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন