প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রেলওয়ের ভূমি অবৈধ দখলে বাধা দিল বিএনপি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্ধ থাকা ভরতখালী রেলওয়ে স্টেশনের গুদামঘরের জায়গায় অবৈধ দখলদারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণের সঙ্গে একাত্ম হয়ে ভরতখালী ইউনিয়ন বিএনপির নেতারা বাধা দিয়েছেন।স্থানীয় বিএনপি নেতারা জানান, কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখলের চেষ্টা করছে। বিএনপির ইউনিয়ন কমিটির পক্ষ থেকে দখল প্রক্রিয়া বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা মানিক মিয়া, মোনারুল ইসলাম, সুজন আল মোজাদ্দেদ, সোহেল রানা প্রমুখ।এ স্টেশনে রেলওয়ের সম্পদ রক্ষায় সরকারি তিনজন কর্মচারী নিযুক্ত থাকলেও তারা দখলদারদের দাপটে কার্যত অসহায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী মুঠোফোনে জানান, আমরা রাতে ডিউটি করি তাদের নাম বললে আমাদের সমস্যা হবে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনৈক সাধীন, সাদাত, সাগর, সেতু, সোহেল প্রমুখ নামে কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতায় ভরতখালী রেলওয়ে স্টেশনের পেছনে অবৈধভাবে ঘর তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, অর্থের লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন হতে জায়গা পাইয়ে দেওয়ার কাজ করছে একটি চক্র। এতে রেলওয়ের সম্পত্তি হুমকির মুখে পড়েছে।এদিকে, বিষয়টি জানার পর রেলওয়ের এক ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রেলওয়ের মূল্যবান সম্পদ রক্ষা পায় এবং দখলদাররা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন