শুভসাহা,বিশেষ সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ইটভাটা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।গত বৃহস্পতিবার দিনভর উপজেলার আজগানা, তরফপুর,চানপুর এবং চিতেশ্বরী এলাকায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর,মির্জাপুর ক্যাম্পের সেনা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।সরেজমিনে ঘুরে জানা গেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে শাইখ ব্রিকসের মালিক মো. শাহ আলমকে ১ লাখ ও কেএমবি ব্রিকসের মালিক মোস্তফা মিয়ার কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়াও,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ী লাল মাটিকেটে বিক্রির অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মীর দেওহাটা গ্রামের হাজী আকরাম আলীর ছেলে মোহাম্মদ আলী ৭০ হাজার ও রাজশাহীর বাগার উপজেলার আমোদপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে মো.সুজন মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ইটভাটা ও মাটি লুটেরাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।উল্লেখ্য,এ বিষয়টি নিয়ে জনস্বার্থে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।