প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

জয়পুরহাটে নিজ অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

জয়পুরহাটে নিজ অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
১৩/অক্টোবর ২০২৩ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০০ শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ ১৩ অক্টোবর শুক্রবার দিনব্যাপী উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নি পাড়া গ্রামে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন, ইয়াকুব আলীর নিজ অর্থায়নে৷ এই মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাপ হোসেন৷ ব্যবস্থাপনায় ছিলেন৷ আঃ রাজ্জাক এসময় উপস্থিত ছিলেন, সাহিনুর ইসলাম আঃ হাকিম কাওসার প্রমূখ৷ চিকিৎসা সেবা প্রদান করেন পল্লী চিকিৎসক নজরুল ইসলাম সহযোগিতায় ছিলেন ইয়াকুব‌‌ আলী ভাদসা ইউনিয়নে সিট হরিপুর গ্রামের মৃত সুকুর আলির ছেলে৷ তার শুধু একটা নেশায় মানুষকে সেবা দানের জন্য নিজের ভিটাবাড়ি জমিজমা বিক্রি করে বিনামূল্য ওষুধ বিতরণ করে আসতেছে ।‌

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন