প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

অনুসন্ধানি সাংবাদিকতায় সম্মাননা স্মারক পেলো গুইমারার মোঃ সালাউদ্দিন

অনুসন্ধান মূলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার মোঃ সালাউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ২য় তলার হল রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর আয়োজনে সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক কার্মকান্ডে অংশগ্রহণ এবং অনুসন্ধানী সাংবাদিকতায় ভূমিকা রাখায় অনুসন্ধান মূলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার মোঃ সালাউদ্দিনকে সম্মাননা স্মারক প্রধান করেন, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান (শেরে বাংলার দৌহিত্র) সৈয়দ মার্গুব মোর্শেদ।

এসময় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন উপস্থিত থাকার সম্মতি গ্যাপন করলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এমএ সাত্তার, ড. মোঃ হুসাইন আলম, এডভোকেট সাদিকুল ইসলাম সোহা।

সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান (শেরে বাংলার দৌহিত্র) সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

মোঃ সালাউদ্দিন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কমিটির সদস্য এছাড়াও সালাউদ্দিন অনুসন্ধানী সাংবাদিকতায় দারুণ ভূমিকা রেখেছিলেন পার্বত্য খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে।

সালাউদ্দিনের মতো অনুসন্ধানী সাংবাদিক দেশে আছে বলে দেশের খবরের পিছনের খবর দেশের মানুষ জানতে পারে।

যেই সব সংবাদ সকলের দ্বারা তুলে আনা অসম্ভব সেই সব সংবাদের ভূমিকায় থাকেন মোঃ সালাউদ্দিন দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন