প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীতে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষকদের মানববন্ধন

 মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর প্রেস ক্লাব এর সামনে কৃষকদের মানববন্ধন । যে কৃষক জোগায় ক্ষুধায় অন্ন,সে কৃষক আজ কেন বিপন্ন এ স্লোগানকে সামনে নিয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীর প্রেসক্লাব এর সামনে জেলার কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকরা এসব দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বীজ, সার , কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক, পঙ্গু, অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রির ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, কৃষিপণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ নরসিংদীর জেলা শাখার আহ্বায়ক মোঃ অলিউল্লাহ ভূঞা, রায়পুরা উপজেলার আহ্বায়ক মোঃ আলী হোসেন, শিবপুর উপজেলার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়নের আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আমিরগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মাইন উদ্দিন ভূইয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন