প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গোমস্তাপুরে বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মোঃ বাবুল হক , চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার ২৭ ফ্রেব্রুয়ারি (২০২৫)চলাকালে প্রতিষ্ঠাননের চার তালায় দুই জন ছাত্র ছাত্রী বসে গল্প করছিল। বিষয়টি এক ছাত্রের নজরে আসে তিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তোফাজ্জুল ইসলাম কে বলেন এবং তিনি তাদের কে ডাকতে গেলে আরো কিছু ছাত্র ছাত্রী বের হয়ে আসে তাদের জিজ্ঞাসা করে তোমরা উপড়ে কি করছিলে তারা বলে।আমরা নাস্তা করছিলাম। কিন্তূ আব্দুর রাহিম নামে একজন ছাত্র মাইকে ঘোষণা করে যে এটা শিক্ষা প্রতিষ্ঠান না প্রেম করা প্রতিষ্ঠান, এই ঘোষণা শুনার পর ছাত্র ছাত্রী সহ উপস্থিত। অভিভাবক গনের মধ্যে কথোপকথন শুরু হয় এক পর্যায়ে।ঝামেলায় জড়িয়ে পড়ে এবং উত্তপ্ত জনতা প্রতিষ্ঠানে ইট পাথর ছুড়ে মারেন তাতে অত্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।এবং বেশ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়। ফোন করে থানায় জানানো হলে ঘটনা স্থলে পুলিশ এসে পরিবেশ শান্ত করে এবং বন্দি থাকা শিক্ষক-ছাত্রীদের বের করে পরিবারে কাছে বুঝিয়ে দেওয়া হয় । গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খাইরুল বাশার এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন