প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

লালবাগে ছিনতাই করার সময় ২জন কে আটক করেছে তাজহাট মেট্রোপলিটন পুলিশ

 মাটি মামুন রংপুর :  রংপুর নগরীর লালবাগ এলাকায় ছিনতাই করার সময় ২জন কে আটক করেছে তাজহাট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং রাত  ৯ টার দিকে নগরীর তাজহাট থানাধীন আশরতপুর সবুজবাগ এলাকায় ছিনতাই এর প্রস্তুত নেয়ার সময় তাজহাট থানা পুলিশ তাদের কে আটক করেন। আটককৃতরা হলেন বাবু পাড়া সাজাপুর এলাকার মোহাম্মদ নান্নু মিয়ার পুত্র,চান মিয়া (২২)। অপরজন আনসারীর মোড় নোঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার পুত্র,মাহিম (২০)। উভয় থানা তাজহাট মেট্রোপলিটন রংপুর। এ বিষয়ে মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি শাহ্ আলম বলেন আসামিরা বিভিন্ন চুরি ছিনতাইয়ের সাথে জড়িত মর্মে স্থানীয়ভাবে প্রকাশ পায়। তাদের বিরুদ্ধে প্যানেল কোড এর ৪৫৭ /৩৮০ ধারা করা হয় মামলা নং-০৬। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন