প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর-৭আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী: ডা.শাহীনুর রহমান খান

মির্জাপুর-৭আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী: ডা.শাহীনুর রহমান খান(শাওন)
টাঙ্গাইল-১৩৬,মির্জাপুর-০৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বানাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত ভাবখন্ড গ্রামের আওয়ামী পরিবারের ইঞ্জিনিয়ার শামসুল আলম খানের পুত্র ডা:মো:শাহীনুর রহমান খান (শাওন)। তিনি পেশাগতভাবে একজন দক্ষ চিকিৎসক।পাশাপাশি প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগ প্রতিষ্ঠা করেছেন। শুক্রবার(১৩.১০.২০২৩)ইং সকাল ১০ঘটিকার সময় তার সমর্থক গোষ্ঠীর আহ্বানে গোড়াই স্কয়ার এলাকা থেকে আরম্ভ করে সারাদিন ব্যাপী বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে জনসংযোগ করেন। এ জনসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা.শাহীনুর রহমান খান শাওন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে এ দেশে ব্যাপকহারে অবকাঠামো সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। প্রায় সকল ক্ষেত্রেই দেশ এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে।যা বর্তমানে বাস্তবায়িত ও দৃশ্যমান। যার ধারাবাহিকতায় ড.শাওন, সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকান্ড বিষয়ক লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। তিনি আরও বলেন,যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি তবে মির্জাপুরের গরীব-দুঃখী,অসহায় ও মেহনতী মানুষের পাশে দাড়াবো। তাদের সুখ দুঃখের ভাগী হবো। মির্জাপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বদাই সচেষ্ট থাকবো। এছাড়াও তিনি আরও বলেন, আমাকে যদি মনোনয়ন দেওয়া না হয়,নেত্রী যাকে মনোনয়ন দিবে আমি নিঃস্বার্থ ভাবে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করবো। শুভ সাহা,বিশেষ প্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন