প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ
সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারঃ) শাহাজান মিয়া, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যগণ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দুর্যোগ প্রতিরোধী মহড়া প্রদর্শন করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন