প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

ছাতকের গোবিন্দগঞ্জে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা সুনামগঞ্জ ছাতক উপজেলার তাওহীদি জনতার উদ্যোগে গোবিন্দগঞ্জ জামে মসজিদ থেকে শুরু করে সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক জুড়ে ইসরাইলী মুসলমানদের উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাও আব্দুল হাই, পরিচালনা করেন আব্দুল মজিদ ও মোঃ সালাউদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও আব্দুস সামাদ আল মাদানী, গোবিন্দগঞ্জ পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমাছ উদ্দিন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ মসজিদের ইমাম মাও মইনুল হক মুমিন,রামপুর জামে মসজিদের ইমাম মাও ফজলুল করীম খানদানী, আব্দুল গফফার, জাহাঙ্গীর আলম,সুমন আহমেদ, মাও আইন উদ্দিন, মাও আতাউল হক, মাও বদরুল ইসলাম, মাও এমরান আহমদ, রফিকুল ইসলাম,প্রমূখ। আরো বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বশীল এবং সামাজিক ব্যক্তিবর্গ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন