প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বিজিবি’র অভিযানে চকপাড়া সীমান্ত থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণের গহনাসহ ০১ জন আটক

বিজিবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণের গহনাসহ ০১ জন আটক।

সীমান্ত বিজিবি’র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, অর্ডন্যান্স গত ১২ অক্টোবর ২০২৩ তারিখ সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণসহ একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/- টাকাসহ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (৩০)-কে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য- ৪৩,৪৮,৭৮৪/- (তেতাল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশ চুরাশি) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/-টাকা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন