শাহজাদপুরে ব্যাবসায়ী হিরুর পুত্র রাকিবুল ইসলাম রুকুর বিবাহ সম্পন্ন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বারিয়াপুর নিবাসী আলহাজ্ব আযিম বিশ্বাসের ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী হিরু বিশ্বাসের পুত্র রাকিবুল ইসলাম রুকু ও ব্যাবসায়ী সরোয়ার হোসেনের কন্যা সুইটি আক্তারের বিবাহ সম্পন্ন হয়েছে। শুক্রবার দ্বারিয়াপুর সীমান্ত কমিউনিটি সেন্টারে ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ বিবাহ সম্পন্ন হয়। এ বিবাহ অনুষ্ঠান উপলক্ষে পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক মেয়র নজরুল ইসলাম, ডাঃ শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা কে,এম নাছির উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান হিরোক, যুবলীগ নেতা তৈয়ব আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ সহ প্রায় দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। নতুন দম্পতির জন্য দোয়া চেয়েছে ব্যাবসায়ী হিরু বিশ্বাস।##