প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও ইসডিওর সহযোগিতায় ১৩ অক্টোবর শুক্রবার সকালে কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পিআইও অফিসার সাময়েল মার্ডি,জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, ইএসডিওর ঠাকুরগাঁও মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাছিম ইকবাল,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি কুশমত আলী, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম,উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দিলারা বেগম ও মনতাজ আলী,বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী রানীশংকৈল৷ র‍্যালী ও আলোচনা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়৷

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন