প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাহজাদপুরে সাবেক মেয়র মিরুর নেতৃত্বে শোভাযাত্রা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর নেতৃত্ব বিশাল উন্নয়ন শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে ১০ হাজার এর অধিক লোক নিয়ে।

শোভাযাত্রার আগে এক সমাবেশে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন