প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মোহনপুর উপজেলা এিমহনী মোড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেল

আফতাবুল আলমঃ  রাজশাহী জেলার মোহনপুর উপজেলার এিমহনী মোড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ০৯/০১/২০২৫ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে এিমহনী মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাটি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোহনপুর উপজেলা সাবেক সহ-সভাপতি ছাত্রদল মোঃ শাহিন খাঁন , পিতা মৃত আব্দুল আজিজ, সাং বজরপুর, পোস্ট মৌগাছি, থানা মোহনপুর, জেলা রাজশাহী। গত ৪ জানুয়ারি ২০২৫ তারিখে হারেস আলী তার নিজ ফেসবুকে ছবিতে একটি ভিডিও আপলোড করে এবং থানা একটি অভিযোগ করে। ৬ জানুয়ারি প্রকাশিত রাজশাহী হতে দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সহ বিভিন্ন অনলাইন চ্যানেল প্রকাশিত হয় । ওষুধ ব্যবসায়ী হুমকি ও থানায় অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার নামে সাংবাদিকদের দিয়ে যে তথ্য ছাপানো হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট আমি তা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। প্রকৃতি ঘটনা হলো আমার ভাই আশিক খাঁন গত ৩১শে ডিসেম্বর মোটরসাইকেলে দুর্ঘটনা হলে আমি সহ আমার ভাই রাত্রি ৯টা ৩০ মিনিটে তাকে নিয়ে আহত অবস্থায় মোহনপুর উপজেলা ত্রিমোহিনী মোড়ে চিকিৎসক হারেস আলী চেম্বার রহমান ফার্মেসিতে গেলে সে আমার ছোট ভাই আশিককে প্রাথমিক চিকিৎসা দিতে অস্বীকার করে এবং আমার সাথে খারাপ আচরণ করলে কথা কাটাকাটি হয় ।এই ঘটনাকে ভিন্ন খাতে রুপ দিতে হারেস আলী তার নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি করেছে । বিষয়টি আপনাদের মাধ্যমে তুলে ধরা হলো এ বিষয়ে আমি যথাযথ আইনগত ব্যবস্থা নিয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন