প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর দাফন সম্পন্ন

মোঃ ফরহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিট এ গাজীপুর সিটি কর্পোরেশন এর ১ নং ওয়ার্ড মাধবপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গাজীপুর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড মাধবপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন এর নামাজে জানাযার আগে গাজীপুর জেলা প্রশাসন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় গাজীপুর এসিল্যান্ড টঙ্গী সার্কেল নির্বাহী কর্মকর্তা মো: মহীন খান উপস্থিত ছিলেন। এছাড়াও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে তিনি গাজীপুর ১ নং ওয়ার্ড মাধবপুর উত্তর পাড়া নামক নিজ বাসভবনে আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন