প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

হারানো বিজ্ঞপ্তি

গাজীপুর সিটি কর্পোরেশন এর কাশিমপুর ১ নং ওয়ার্ড মাধবপুর উত্তরপাড়া নিবাসী নেকজান বিবি ( ৮০ ) নামে এক বৃদ্ধা মহিলা হারিয়ে গেছে।গত ৬ জানুয়ারি সোমবার তার মেয়ের বাসা কুড়িল বিশ্বরোড ঢাকা থেকে সন্ধ্যা ৬টা নাগাদ বাসা থেকে বের হয়ে হারিয়ে যায়, বৃদ্ধা মহিলা তেমন কিছু বলতে পারে না, বৃদ্ধা নেকজান বিবির স্মৃতি শক্তি কম।তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরপ তার কোন সন্ধান পাওয়া যায় নাই। তার পরনে ছিল কাঁঠালি কালার জামা ও হালকা গোলাপি রঙের ওড়না, কোন হৃদয়বান ব্যক্তি যদি এই প্রতিবন্ধী মহিলাটির সন্ধান পান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।

মোসাঃ তানিয়া আক্তার
মোবাইল নম্বর 01317632306
পোস্ট কোড ১৭০০
মাধবপুর উত্তরপাড়া,
কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন ।

মোঃ ফরহাদুল ইসলাম
০১৬১৫৭৩২৬১২
স্টাফ রিপোর্টার, কলম যোদ্ধা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন