প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়নে বালু উত্তোলনে বাধা প্রদান করায় কথা কাটাকাটির জের ধরে দুর্বৃত্তের হামলায় দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ৯ জানুয়ারী ২০২৫ইং) সকাল ১১টার দিকে বাগানবাজার ৩নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই বৃদ্ধ একই এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্যদের কাছ থেকে জানা গেছে কয়েকজন ব্যক্তি নিহতের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার সময় ওই বৃদ্ধ বালি উত্তোলনে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রামগড় উপজেলা হাসপাতালে নেয়ার পর রেফার করা হয়, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুলাল মিয়া (৬৫) মারা যান। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হক জানান বালু উত্তোলনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন