প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

 রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগিতায় এবং সারজা চ্যারিটি ইন্টারন্যাশানাল ঢাকার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূ্ঁইয়া। আয়োজক ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর সিরাজউদ্দৌলা বলেন, এলাকার গরীব ও অসহায় যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না মৃলত তাদের জন্য এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। এখানে সম্পুর্ন বিনামূল্যে ৬০ জন রোগীকে আমেরিকান ল্যান্স, ১২০ জন রোগীকে চশমা ছাড়াও চোখের অপারেশন ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। উদ্বোধনকালে চক্ষু হাসপাতাল পরিচালক মো. রফিকুল ইসলাম, সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন