প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

উখিয়ায় ট্রাক ও বাইকের সংঘর্ষে নিহত ১ আহত ২

কামরুন তানিয়া: বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উখিয়ার কুতুপালং আম গাছ তলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি নেত্রোকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবতপুর গ্রামের মৃত অবনী দে এর ছেলে লিকু মানকিন ৩০ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক গাড়ি চালককে আটক করা হয়। এছাড়া গাড়ি দুইটি জব্দ করা হয়। আটককৃত ড্রাইভার হলো কুমিল্লার জেলে পাড়া গ্রামের মৃত নিবারন চন্দ্র বর্মন ছেলে সন্তোষ চন্দ্র বর্মন। এ ব্যাপারে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব কবির বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন