প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষিত বেকারদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি! গোবিন্দগঞ্জের স্বনামধন্য একাধিকবার থানায় প্রথম স্থান অর্জনকারী জব্বার শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান টি.এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি! *পদের নাম:- “সহকারী শিক্ষক” জুনিয়র সেক্টর- ২জন (মহিলা) শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি *পদের নাম:- “সহকারী শিক্ষক” সিনিয়র সেক্টর- ২জন (মহিলা) শিক্ষাগত যোগ্যতা- ডিগ্রী,অনার্স-মাস্টার্স । *পদের নাম:- “সহকারী শিক্ষক” জুনিয়র সেক্টর- ১জন (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি। *পদের নাম: “সহকারী শিক্ষক” সিনিয়র সেক্টর- ১জন (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা- ডিগ্রী,অনার্স মাস্টার্স (গণিতে) *পদের নাম:- “সহকারী শিক্ষক” সিনিয়র সেক্টর- ১জন (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা- অনার্স মাস্টার্স (ইংরেজিতে) *পদের নাম:- “কম্পিউটার অপারেটর” – ১ জন নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি (কম্পিউটারে দক্ষ হতে হবে) *পদের নাম:- “মার্কেটিং অফিসার” ৫ জন নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা – এইচএসসি থেকে শুরু। *পদের নাম:- “সিকিউরিটি গার্ড” ১জন (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম শ্রেণী থেকে অষ্টম এবং উচ্চতা ৫ ফুট এর বেশি লম্বা হতে হবে। *পদের নাম:- “অফিস সহকারী” ২জন নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি। *পদের নাম:- “আয়া” ১জন (মহিলা) শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম। *পদের নাম: “বাবুর্চি” ১জন (মহিলা) তিন বেলা রান্না করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। (বেতন আলোচনা সাপেক্ষে ) যোগাযোগঃ টি. এ ক্যাডেট একাডেমিক এন্ড রেসিডেন্সিয়াল স্কুল, পৌর ১ নং ওয়ার্ড, গোবিন্দগঞ্জ মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে, শিববাড়ি, বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ। মুঠোফোনঃ- ০১৭০১-৯৬১০৬০ (ব্যবস্থাপনা পরিচালক)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন