প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুকুল হোসেন,উপজেলা প্রতিনিধি সিংড়া: নাটোরের সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৯ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের অফিস রুমে, সাংবাদিক খলিল মাহমুদ এর সভাপতিত্বে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া দীপ মেডিকেল সার্ভিসের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক, ডাঃ ফারজানা রহমান। স্মার্ট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবুল বাশার, সেক্রেটারি আমিনুল হক, কবি হাবিবুর রহমান, মকুল হোসেন এবং বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার আমিনুল ইসলাম সহ প্রমুখ। উল্লেখ্য যে সিংড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব, দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন