প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ ঢাকা বিভাগীয় কমিটির ঘোষণা

 রামকৃষ্ণ তালুকদার , বিশেষ প্রতিনিধিঃ কবি অরুনা বেগম কে সভাপতি ও কবি, নিলুফার ইয়াসমিন ন্যান্সি কে সাধারণ সম্পাদক করে বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ইং . সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান কে এম সফর আলী তাঁর স্বাক্ষরিত পেডে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ ভিন্নধারার একটি সাহিত্য সংগঠন। “শুদ্ধ সাহিত্য চর্চাই হোক সম্প্রীতি’র বন্ধন”-এই স্লোগান সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে স্বাধীনবাংলা সাহিত্য পরিবার, ধীরে ধীরে দেশে ও বিদেশের বাংলা ভাষাভাষী সাহিত্য অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় সাহিত্য আন্দোলনকেউপদেষ্টাব্যাপক প্রসারের প্রয়াষে “স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ঢাকা বিভাগীয় নব-নির্বাচিত-(২০২৫-২০২৬) পর্যন্ত ২বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন।এতে ড . আলহাজ্ব শরীফ সাকি কে প্রধান উপদেষ্টা করে। এবং অনন্য উপদেষ্টা হলেন হাসিনা মমতাজ, কণ্ঠশিল্পী ফিরোজ মিয়া, মাহফুজা বীনা, নিত্যানন্দ বিশ্বাস। সভাপতি হলেন অরুনা বেগম,সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান পথিক,সহ-সভাপতি – অরন্য খান, সহ সভাপতি মাহিনুর মাহী,সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন ন্যান্সি, যুগ্মসাধারণ সম্পাদক সুমন দাশ, যুগ্মসাধারণ সম্পাদক সিকদার মোঃ ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক কবিমন কাউছার, সহ সাংগঠনিক সম্পাদক মরিয়ম আকতার বিউটি,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া পরাগ, দপ্তর সম্পাদক মোঃ রাসেল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, সাহিত্য সম্পাদক ইফফাত আরা ইতি, সাংস্কৃতিক সম্পাদক হীরা মনি,সমাজ কল্যাণ সম্পাদক সোয়েব মজুমদার, আবৃত্তি সম্পাদক রেশমা বেগম,মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক তুহিন- উল- ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ মাহাতাব,ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাঈম কাকন, নির্বাহী সদস্য রীতা রুজারি, নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ হিমেল, নির্বাহী সদস্য মোঃ শাহীন হাসান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন