প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে এতিম খানার শিশু শিক্ষার্থীদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ নীলফামারী কিশোরগঞ্জে এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাহাগিলী ইউনিয়নের কালুর ঘাট রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার ১৮জন কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক সংগঠন এ্যাডকিউ এর ব্যবস্থাপনায় (৩পর্যায় এ কম্বল বিতরন করা হয়। শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লোকমান আলম, কালুরঘাট মাহবুবুবিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল জলিল, এ্যাডকিউ এর সভাপতি আব্দুল মান্নান,সদস্য আব্দুল লতিফ প্রমানিক,অত্র এতিম খানা মাদ্রাসার মোহতামিম হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন