প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গুনততীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক-১

 মো: লুৎফুর রহমান রাকিব :  চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ আসিফ ইকবাল নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক ওই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র। ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্হানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এসময় আটককৃৃতের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনা ক্যাম্প সূত্র আরো জানায়, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্হানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্র জানায়। নাম প্রকাশ না করা শর্তে স্হানীয় কয়েকজন জানায়,আটককৃত যুবক আসিফ ইকবাল আগে ছাত্রলীগ ও স্হানীয় কিশোর গ্যাং সদ্স্য হিসেবে এলাকায় নানান অপরাধে অংশ নেয়। ৫ আগস্ট আাওয়ামীলীগ সরকারের পতনের পর সে স্হানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন