প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাগর সরকার: গাইবান্ধা প্রতিনিধি:-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে পানিতে ডুবে মোঃ মাহাফুজ মিয়া নামের ১৭মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জানুয়ারী বুধবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে। জানা গেছে, বুধবার সকালে শিশু মাহফুজ মিয়া খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন