প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পলাশবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাগর সরকার: গাইবান্ধা প্রতিনিধি:-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে পানিতে ডুবে মোঃ মাহাফুজ মিয়া নামের ১৭মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জানুয়ারী বুধবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে। জানা গেছে, বুধবার সকালে শিশু মাহফুজ মিয়া খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন